আজঃ বৃহস্পতিবার ১৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় মা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৩ Nov ২০২৪
  • / পঠিত : ৪ বার

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় মা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের তারাকান্দায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তার তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন।

অপর পাঁচ আসামির মধ্যে মো. নাছিম, এখলাস উদ্দিন, মঞ্জুরুল ও বাবুলকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। করিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস নয় অভিযুক্তের মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর জেলার তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে। এতে ঘটনাস্থলে হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন তার মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি আকরাম হোসেন ও অভিযুক্তদের পক্ষে মো. দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba