আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সবার জন্য উন্মুক্ত হচ্ছে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৬ Nov ২০২৪
  • / পঠিত : ৯ বার

সবার জন্য উন্মুক্ত হচ্ছে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর

: চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৬ নভেম্বর) কাজীর দেউরীর জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রামের এই সার্কিট হাউজে শাহাদাত বরণ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে সার্কিট হাউজে স্থাপিত জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ করে রেখেছিল। এখন থেকে আবারও শহীদ জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে।

দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউজে খুন করেছে। জিয়ার জীবনের শুরুই এই চট্টগ্রামে শেষও এ চট্টগ্রামে,- বলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ আরও অনেকে।

এর আগে ২০১৯ সালে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক কালি দিয়ে মুছে দেয় ছাত্রলীগ। ২০২২ সালের মার্চে জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ করে দেওয়া হয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর অবশেষে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba