আজঃ শুক্রবার ২৯-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই: আসিফ নজরুল

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৯ Nov ২০২৪
  • / পঠিত : ৩ বার

বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই: আসিফ নজরুল

ডেইলিএসবিনিউজ ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে জরিপ করেছে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ। গতকাল বৃহস্পতিবার এই জরিপ প্রকাশিত হয়। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত ওই জরিপে বলা হয়, ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। ভয়েস অফ আমেরিকার এই জরিপের উদাহরণ টেনে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে। আমরা নিজেরাও দেখেছি, ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরও বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই।

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপরের ‘নির্যাতনের ঘটনায়’ প্রশ্ন তুলে আইন উপদেষ্টা ওই পোস্টে আরও লিখেন, ‘ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba