আজঃ শুক্রবার ১৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায়: গ্রেফতার আরও ৩

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৯ Nov ২০২৪
  • / পঠিত : ১৪ বার

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায়: গ্রেফতার আরও ৩

: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাবলা ধর, সজল শীল ও দুর্লভ দাস। তাদের মধ্যে দুর্লভ দাস আইনজীবী হত্যার সময় ধারালো অস্ত্র হাতে ছিলেন। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আইনজীবী হত্যায় অংশ নিয়েছিলেন। ঘটনার সময় তার হাতে ধারালো অস্ত্র ছিল। গ্রেফতারকৃত তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, আইনজীবী হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। তবে মামলা করতে আসার কথা রয়েছে। নতুন তিনজন নিয়ে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নয়জন হত্যায় জড়িত।

মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন সমর্থকদের হামলায় নিহত হন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান। সম্প্রতি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।

একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় ইসকন সমর্থকরা প্রিজন ভ্যানটি আড়াই ঘণ্টা আদালত চত্বরে আটকে রাখেন। পরে আদালতের কেন্দ্রীয় মসজিদে হামলা এবং আইনজীবী ও সাংবাদিকদের প্রাইভেটকার-মোটরসাইকেল ভাঙচুর করেন।

তাদের হামলায় আহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফসহ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba