আজঃ বৃহস্পতিবার ১২-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে বিএনপির দুই নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১১ Dec ২০২৪
  • / পঠিত : ৩ বার

যশোরে বিএনপির দুই নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত

: যশোরের বাঘারপাড়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার-অটোরিকশা-সেলাইমেশিন লুটের অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাদের শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির ওই দুই নেতা হলেন- রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহম্মেদ এবং একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন। এই দুই নেতাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একইসঙ্গে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় ও বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে গত শনিবার দুপুরে পপুলার রাইসমিল চত্বরে ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল প্রতিবন্ধী, দুস্থ নারী এবং গরিব ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই সকালে স্থানীয় বিএনপি নেতাদের বাধায় বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর শনিবার দিনগত রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলে এসে পপুলার রাইসমিলের গুদামে রাখা এসব জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রোববার রাতে আয়োজকদের পক্ষে গোলাম রসুল নামে একজন থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু ঘটনার তিন দিন পার হলেও অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত করেই মামলা হিসেবে রেকর্ড করা হবে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba