আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১০ জুন ২০২৩
  • / পঠিত : ১৭৬ বার

জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

জামালপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলায় ইটাইল ইউনিয়নের সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। আহতরা হলেন, মো. হানিফ মিয়া, মো. শফিকুল ও খলিল মিয়া। তাদের বাড়ি সদর উপজেলার ইটাইল ইউনিয়নে, তারা সবাই কান্দাপাড়া এলাকার কৃষক ছিলেন।

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে কান্দাপাড়া এলাকা থেকে ৭ জন প্রতিবেশী শেরপুরের একটি পীরের বাড়িতে নামাজ পড়তে অটোরিকশা নিয়ে বের হন। তারা সবাই প্রতি শুক্রবারে শেরপুরে পীরের বাড়িতে এক অটোরিকশায় করে নামাজ পড়তে যান। শুক্রবার যাওয়ার পথে রানাগাছা উত্তরপাড়া এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২ জন নিহত হন। হাসপাতালে যাওয়ার পরে আরও ২ জনের মৃত্যু হয়।

নিহত জয়নাল মিয়ার ভগ্নিপতি বিল্লাল বলেন, এভাবে মৃত্যু হবে কখন ভাবিনি। এক সঙ্গে চার জনের মৃত্যু। তারা প্রতি শুক্রবারেই শেরপুরে নামাজ পড়তে যাইতো পীরের বাড়িতে। আজও তারা নামাজ পড়ার জন্যই শেরপুরে যাচ্ছিলো। তাদের আর জুমার নামাজ পড়ার ভাগ্য হইনি তার আগেই মৃত্যু হলো।

ইটাইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, নিহতের সবাই আমার ওয়ার্ডের, তাদের সবার বাড়ি কাছাকাছি। সবাই একদম গরিব মানুষ, কৃষিকাজ করত। ৭ জন পীরের বাড়ি নামাজ পড়তে যাচ্ছিল। যাবার পথেই এ দুর্ঘটনা। ৭ জনের মধ্যে তিনজন বেঁচে আছেন। দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদের একজনের মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। ঢাকায় চিকিৎসার করার জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান (স্বপন) বলেন, 'নিহতদের বাড়িতে লোকজন ভিড় করছে। মরদেহগুলো এখনো বাড়িতে আসেনি। ময়নাতদন্ত শেষে আগামীকাল শনিবার মরদেহ বাড়িতে আসবে। তাদের একই কবরস্থানে পাশাপাশি কবরের দাফন হবে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাকে আটক করা হয়েছে। ট্রাকের চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba