আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়া, আটক ৩

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১০ জুন ২০২৩
  • / পঠিত : ১৬৭ বার

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়া, আটক ৩

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস।

আটককৃতরা হলেন, নগরীর বনকলাপাড়ার নূরানী এলাকার মফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (৪২)। একই এলাকার মৃত আকরাম আলীর ছেলে জুবের আহমদ (৩৮) ও এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া এলাকার মিছির আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস বলেন, ৭নং ওয়ার্ডের লাটিম মার্কার প্রার্থী সাঈদ আব্দুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিয়ে ৭নং ওয়ার্ডের লাটিম মার্কার কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহ  বলেন, গত ৬ জুন কাউন্সিলর আফতাব হোসেন খানসহ কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে আমার বাসার সামনে সশস্ত্র মহড়া দিয়ে আমার বাসার ফটকে এসে অস্ত্র প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি। শুনেছি তিনজনকে আটক করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

উল্লেখ্য, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের উপস্থিতিতে ৬ জুন সকালে অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও ৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘীর পাড় কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা প্রতিদ্বন্দ্বী সাঈদ আব্দুল্লাহর বাসার মূল ফটকের দিকে অস্ত্র প্রদর্শন করেন। ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে উপস্থিত থাকতে দেখা যায়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba