আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সহায়ক গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১১ জুন ২০২৩
  • / পঠিত : ১৭৮ বার

রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সহায়ক গ্রেপ্তার

বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত অফিস সহায়ক (সাময়িক বরখাস্তকৃত) জেনারুল হক পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০) দিবাগত রাতে তাকে ঢাকা থেকে র্যাব-৩ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। গ্রেপ্তার জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলনে পীরগঞ্জের ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, জেনারুল হক পিনুর নামে ১১টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিল। পিনু পীরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তার নামে পীরগঞ্জ থানায় গ্রেপ্তারের ওয়ারেন্ট এলে আমরা গ্রেপ্তারে চেষ্টা করি। প্রতারক পিনু চতুর হওয়ায় গা ঢাকা দেয়। সেই সাথে ঘন ঘন স্থান বদল করে এবং ঢাকার বিভিন্নস্থানে অবস্থান করে। পরে র্যাব-৩ এর সহযোগিতা নিয়ে ঢাকা থেকে তাকে দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানান, আগের বিভাগীয় কমিশনারের সময় অফিস সহায়ক জেনারুল হক পিনুর নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী চাকরিচুত্যিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, বরখাস্ত অফিস সহায়ক পিনু এখন আর কর্মরত নেই। তার বিরুদ্ধে বাইরে প্রতারণাসহ কোনো ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে সেই বিষয়ে আমাদের কোনো দায়ভার নেই।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba