আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বরিশালে কার্গোতে ইঞ্জিন রুমে আগুন, নিহত ২

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১২ মে ২০২৩
  • / পঠিত : ১৮৮ বার

বরিশালে কার্গোতে ইঞ্জিন রুমে আগুন, নিহত ২

ডেস্ক : বরিশাল সদরের মুক্তিযোদ্ধা পার্কের সামনে মেঘনা ডিপোর কার্গোতে ইঞ্জিন রুমে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লাগে। এ ঘটনায় ২ জনকে স্থানীয় জনতার সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয়েছে। দুজন নিহত হয়েছেন, ১ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধার কাজ চালা‌চ্ছে ফায়ার সা‌র্ভিস।

বৃহস্প‌তিবার বি‌কেল পৌ‌নে ৫টায় সংবাদ পে‌য়ে বরিশাল নদী ফায়ার স্টেশনের ‘অগ্নিঘাতক’ ইউনিট উদ্ধারকাজ করছে। আরও ২টি ইউনিট স্ট্যান্ডবাই আছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, তিন দিন আগে জ্বালানি তেল নিয়ে এমটি ইবাদি-১ নামে তেলের ট্যাঙ্কারটি বরিশালে পৌঁছে কীর্তনখোলা নদীতে নোঙর করে। আজ বিকেলে এখনকার মেঘনা ডিপোতে তেল খালাস করার কথা ছিল। বিকেল ৫টার দিকে ইঞ্জিন রুমে থাকা এয়ার কমপ্রেসার মেশিন চালু করার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এ সময় ইঞ্জিন রুমে থাকা ছয় জনের মধ্যে তিন জন বেরিয়ে এলেও দুজনের মৃত্যু ঘটে এবং একজন নিখোঁজ হন। নিহত দুজন হলেন চট্টগ্রামের বাবুল কান্তি দাস ও স্বাধীন হালদার।

ট্যাঙ্কারটি বর্তমানে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে রয়েছে। ট্যাঙ্কারে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba