আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বরিশাল-খুলনা সিটি নির্বাচন : ৫ হাজার ৬৭৮ আনসার মোতায়েন

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১২ জুন ২০২৩
  • / পঠিত : ১০৮ বার

বরিশাল-খুলনা সিটি নির্বাচন : ৫ হাজার ৬৭৮ আনসার মোতায়েন

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৬৭৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (১২ জুন) দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে বরিশালে মোট ১২৬টি ভোটকেন্দ্র ও খুলনাতে ২৮৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য মোট ৪ হাজার ৯৮০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

আনসার সদর দপ্তরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, বরিশালে ৩১৮ জন ব্যাটালিয়ন আনসার অস্ত্রসহ মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।


আনসার-ভিডিপি সদস্য ছাড়াও বাহিনীর ২ জন সহকারী পরিচালক, ৯ জন সার্কেল অ্যাডজুট্যান্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ৬ জন উপজেলা প্রশিক্ষক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।


এ বিষয়ে বরিশালের জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বলেন, রেঞ্জ কমান্ডার পরিচালক আশরাফুল আলমের সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়াও খুলনাতে ৩৮০ জন ব্যাটালিয়ন আনসার অস্ত্রসহ মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আনসার-ভিডিপি সদস্য ছাড়াও বাহিনীর কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

অন্যদিকে খুলনার রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীর নির্দেশনায় খুলনা জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান নির্বাচনে আনসার মোতায়েনের যাবতীয় বিষয় তদারকি করছেন।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba