আজঃ শনিবার ২১-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মালিক প্রবাসে : এই সুযোগে ২ কোটি টাকার কাপড় চুরি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১২ জুন ২০২৩
  • / পঠিত : ৮৯ বার

মালিক প্রবাসে : এই সুযোগে ২ কোটি টাকার কাপড় চুরি

গার্মেন্ট কারখানা থেকে কাপড় চুরি করে বিক্রি করার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো.রায়হান হোসেন (১৯), মো. ইসাহাক (৫২) , মো. জসিম উদ্দিন (২৭),  মো.কামরুজ্জামান (৩৬), মো. আশিকুল আনান (৪৭), মো. ফারুক হোসেন (৪০) ও মো. নুর উদ্দিন ওরফে নুরু (৫০)।

রোববার (১১ জুন) মিরপুর মডেল থানার  ২ নং সেকশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারদের মধ্যে প্রথম পাঁচজন মিরপুরে প্রিয়ন্তী এ্যাপারেলস নামক একটি গার্মেন্টসে দীর্ঘদিন ধরে চাকরি করেন। কেউ কেউ ১২ বছর ধরেও এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। প্রতিষ্ঠানের মালিক প্রবাসে থাকেন। তার প্রবাসে থাকার সুযোগ নিয়ে এই কর্মচারীরা কাপড় চুরি করে বাইরে বিক্রি করেন।

তিনি বলেন, আর তাদের এই কাজে সহযোগিতা করেন রিকশা চালক ফারুক ও কাপড় ব্যবসায়ী নুরু। ফারুক চুরি করা কাপড় রিকশায় করে নুরুর দোকানে দিয়ে আসে। গত কয়েক বছর ধরেই তারা এই কাজ করে আসছিলেন। এভাবে তারা প্রায় দুই কোটি টাকার কাপড় চুরি করেন।

সম্প্রতি প্রতিষ্ঠানের আভ্যন্তরীন নিরীক্ষায় কাপড়ের ঘাটতি দেখা দিলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা উদঘাটিত হয়। পরে পুলিশের কাছে অভিযোগ করলে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষাধিক টাকা মূল্যের ২০০ কেজি নিট ফেব্রিক্স উদ্ধার করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba