আজঃ শনিবার ২১-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চাকরি দেওয়ার নামে প্রতারণা : ভুয়া মেজর গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৩ জুন ২০২৩
  • / পঠিত : ১০১ বার

চাকরি দেওয়ার নামে প্রতারণা : ভুয়া মেজর গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান থেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ওই প্রতারকের নাম রাজিবুল হাসান রকি (৩০)। তিনি বগুড়া আদমদিঘীর তানজির হাসানের ছেলে।

তার কাছ থেকে দুটি র‌্যাঙ্ক ব্যাজ, একটি সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, তিনটি ভুয়া চিকিৎসা বই, নগদ ৪ হাজার ৫৫০ টাকা, দুটি ক্রেডিট কার্ড, একটি হাত ঘড়ি, একটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, দুটি ব্যাগ, একটি চেক বই, তিনটি স্ট্যাম্প, অন্যান্য কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজ ছবি জব্দ করা হয়।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা হাজী ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।


র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অফিসার), সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। 

গত ৬ মার্চ এক ভুক্তভোগীকে তার ছোট ভাই আবুল কালামের (৩০) প্রয়োজনীয় কাগজ-পত্রসহ ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডির সামনে উপস্থিত থাকতে বলে প্রতারক চক্রটি। এছাড়া চাকরির নিয়োগ পত্র নিতে হলে ‘অফিসিয়াল খরচ’ বাবদ ৪০ হাজার টাকা দিতে হবে বলে জানান তারা। 

পরে গত ৬ মার্চ দুপুর দেড়টার দিকে টাকা সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ছোট ভাই কালামকে সঙ্গে নিয়ে ভাষানটেক থানাধীন ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডির পশ্চিম পাশের যাত্রী ছাউনিতে যান সেই ভুক্তভোগী। সেখানে উপস্থিত হয়ে ফোন করলে যাত্রী ছাউনিতে আসেন ভুয়া মেজর রকি। 

পরে সেই ভুক্তভোগী ও তার ছোট ভাই কালামের সঙ্গে কথা বলেন মেজর পরিচয়দানকারী রকি। কালামকে শারীরিকভাবে পর্যবেক্ষণ করে চাকরিযোগ্য বলে নগদ ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নেন তিনি।

সেসময় ভুক্তভোগী ও তার ছোট ভাই কালামকে জানানো হয়, তিনদিন পর অর্থাৎ ৯ মার্চ ফোনে যোগাযোগ করে চাকরির নিয়োগপত্র তারা যেন সংগ্রহ করেন। এ কথা বলেন সেখান থেকে চলে যান ভুয়া মেজর রকি। 

তার কথামতো গত ৯ মার্চ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একাধিকবার ফোন করেও মেজর পরিচয়দানকারী রকির দুটি সিম নম্বর বন্ধ পান ভুক্তভোগী ও তার ছোট ভাই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র‌্যাব-১ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত রাতে (রোববার) দক্ষিণখান থানাধীন কাওলা রোডের হাজী ক্যাম্প এলাকা থেকে ভুয়া মেজর পরিচয়দানকারী রকিকে গ্রেপ্তার করে র‌্যাব-১। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba