আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বদলে যাচ্ছে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের রেক

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৩ জুন ২০২৩
  • / পঠিত : ১১১ বার

বদলে যাচ্ছে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের রেক

খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো রেক বদলে আগামী ২২ জুন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সদ্য আমদানি করা চীনা রেক নিয়ে চলাচল করবে।

সোমবার (১২ জুন) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, চীন থেকে সদস্য আমদানি করা নতুন ১০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের মধ্যে কমিশনিং হওয়া ৪৫টি কোচ দিয়ে সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬) ট্রেন চলাচলের প্রশাসনিক অনুমোদন করা হলো। যা আগামী ২২ জুন খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেসের (৭২৫) মাধ্যমে কার্যকর হবে।

নতুন রেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ২৬টি বগির ওপর থাকবে ১৩টি কোচ। পুরো রেকের আসন সংখ্যা হবে ৮৬০ থেকে ৯০৮টি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba