আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

উপহারের ৩০০ কেজি আম পেয়ে আসামের মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৪ জুন ২০২৩
  • / পঠিত : ১০৭ বার

উপহারের ৩০০ কেজি আম পেয়ে আসামের মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজ্যটিতে উপহার হিসেবে দেওয়া আমের পরিমাণ ৩০০ কেজিরও বেশি। সোমবার (১২ জুন) এসব আম মুখ্যমন্ত্রী হিমন্তের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আসামের সংবাদমাধ্যম সেন্টিনেল আসাম।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মতো এবারও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উপহার হিসেবে সুস্বাদু আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন তার স্ত্রী ড. নবনীতা হককে সঙ্গে নিয়ে গতকাল কৈনাধোরা রাষ্ট্রীয় অতিথি ভবনে মুখ্যমন্ত্রীর কাছে এসব আম হস্তান্তর করেন।


উপহার হিসেবে পাঠানো ৩০০ কেজিরও বেশি উৎকৃষ্ট জাতের আমের মধ্যে ‘হিমসাগর’ ও ‘ল্যাড়া’ আম রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে মৌসুমী রসালো এই ফল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সোমবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমাকে সুস্বাদু আম পাঠানোর জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

সেন্টিনেল আসাম বলছে, আসাম ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, বিশিষ্ট ব্যক্তি, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের কাছেও আম পাঠানো হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba