আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১২ মে ২০২৩
  • / পঠিত : ১৭৩ বার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

ডেস্ক : গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় গত তিনদিনে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছে ৯০ জনেরও বেশি। গত মঙ্গলবার থেকে এই হামলা শুরু করে দখলদার বাহিনী। বৃহস্পতিবার (১১ মে) রাতে ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের এক কমান্ডার ও তার ডেপুটিসহ ছয় শিশু এবং তিন নারী রয়েছে।

গত আগস্ট থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের মধ্যস্থতা চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে একটি বিমানঘাঁটি পরিদর্শনে যেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ধরনের প্রচারণার শীর্ষে রয়েছি।

হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা।

অবরুদ্ধ অঞ্চলটির বেশ কিছু স্থানে এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba