আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

উপহারের আম হাতে পেয়ে সম্মানিত নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৫ জুন ২০২৩
  • / পঠিত : ১১৪ বার

উপহারের আম হাতে পেয়ে সম্মানিত নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের আম হাতে পেয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। আর এরপরই আনন্দ প্রকাশ করে টুইট করেছেন তিনি। সুস্বাদু আম পেয়ে তিনি সম্মানিত অনুভব করছেন বলেও জানান নেইফিউ।

বুধবার (১৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামের পর নাগাল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশের ‘আম কূটনীতি’। মঙ্গলবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘উত্তম মানের আম’ হাতে পান এবং এরপরই আনন্দ প্রকাশ করে টুইট করেন।


টুইটারে তিনি লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উৎকৃষ্ট মানের আম পেয়ে আমি সম্মানিত। আমি আশা করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশের মানুষের জন্য শুভ কামনা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ৬০০ কেজি বাংলাদেশি আম উপহার পাঠান। এছাড়া দিন দু’য়েক আগেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে ৩০০ কেজির বেশি আম পেয়েছেন।


এছাড়া বাংলাদেশ থেকে মৌসুমী রসালো এই ফল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সোমবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমাকে সুস্বাদু আম পাঠানোর জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

মেঘালয়ের সংবাদমাধ্যম শিলং টাইমস জানিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর-পূর্ব ভারতের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য ৩ হাজার কেজি আম পাঠিয়েছেন।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাস হলো ফলের রাজা হিসেবে পরিচিত আমের মাস এবং সাম্প্রতিক অতীতে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘালয়সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছেন।

তার এই ধরনের পদেক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba