আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

উপকূল থেকে এক লাখ বাসিন্দাকে সরিয়েছে ভারত-পাকিস্তান

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৬ জুন ২০২৩
  • / পঠিত : ১০৪ বার

উপকূল থেকে এক লাখ বাসিন্দাকে সরিয়েছে ভারত-পাকিস্তান

ডেস্ক: অতি তীব্র ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব থেকে বাঁচাতে উপকূলের এক লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দুই দেশের আবহাওয়া অফিস। খবর দ্য গার্ডিয়ানের।

আরব সাগরে সৃষ্টি বিপর্যয় প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি নিয়ে ভারতের গুজরাট রাজ্যের মান্ডভি ও পাকিস্তানের করাচির মাঝামাঝি উপকূলে আঘাত হানতে পারে। এ সময় ঘণ্টার বাতাসের গতিবেগ থাকতে পারে ৩২৫ কিলোমিটার।

গুজরাটের ত্রাণের দায়িত্ব থাকা কর্মকার্তা সি সি প্যাটেল বলেন, উপকূলীয় ও নিম্নাঞ্চল থেকে ৪৭ হাজারের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৬২ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের আশ্রয় দিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba