আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নোয়াখালীতে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৮ জুন ২০২৩
  • / পঠিত : ১৯৭ বার

নোয়াখালীতে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী সড়কে বাস ও সিএনজির সংঘর্ষের মানিক (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। পরে উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।

শনিবার (১৭ জুন) দুপুর সোয়া ২টার দিকে চাটখিল-সোনাইমুড়ী সড়কের বারকোট পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়নের হানুবিশ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সোনাইমুড়ীর উদ্দেশ্যে জননী প্লাস নামের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বাসটি বারকোট পোলের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে রামগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি সিএনজিকে সামনে থেকে চাপা দিয়ে অনেক পথ নিয়ে যায়। এতে সিএনজিতে থাকা চালক মানিক ঘটনাস্থলে নিহত হন। তবে সিএনজিতে আর কোনো যাত্রী না থাকায় কোনো আহতের ঘটনা ঘটেনি। এক পর্যায়ে স্থানীয়রা গাড়িটি আটক করে। তবে ঘটনার পরপর বাসে থাকা চালক ও সহকারী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা বাস থেকে যাত্রীদের দ্রুত নামিয়ে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba