আজঃ রবিবার ২২-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যেসব শাখায় মিলছে ঈদে নতুন নোট ঈদে নতুন নোট বি‌নিময় শুরু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৮ জুন ২০২৩
  • / পঠিত : ১০২ বার

যেসব শাখায় মিলছে ঈদে নতুন নোট ঈদে নতুন নোট বি‌নিময় শুরু

ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১৮ জুন) থেকে বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখায় নতুন নোট বি‌নিময় শুরু হ‌য়ে‌ছে। আগামী ২৫ জুন পর্যন্ত নোট বি‌নিময় কর‌তে পারবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে এ টাকা নিতে পারবেন গ্রাহক।

যেসব ব্যাংক ও শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে

জনতা ব্যাংক লিমিটেড পোস্তগোলা শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, জনতা ব্যাংকের টিএসসি কর্পোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা প্রধান শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এনসিসি ব্যাংকের দিলকুশা শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখা, উত্তরা ব্যাংকের বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংকের মগবাজার শাখা। 

এনসিসি ব্যাংকের মগবাজার শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ খিলগাঁও শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রগতি সরণি শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ বনশ্রী শাখা, ঢাকা ব্যাংকের বনশ্রী শাখা, ঢাকা ব্যাংকের নন্দীপাড়া শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, প্রাইম ব্যাংক বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখা, ব্র্যাক ব্যাংকের বনানী শাখা, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, যমুনা ব্যাংক গুলশান কর্পোরেট শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক বিজয়নগর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, ট্রাস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক লি. বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা।

প্রাইম ব্যাংক এলিফেন্ট রোড শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা, মার্কেন্টাইল ব্যাংক ধানমন্ডি শাখা, এনআরবিসি ব্যাংক ধানমন্ডি শাখা, ব্র্যাক ব্যাংক সাত মসজিদ রোড শাখা, যমুনা ব্যাংক লালমাটিয়া শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রায়ের বাজার শাখা, ডাচ্‌-বাংলা ব্যাংক নিউমার্কেট শাখা, ডাচ্‌-বাংলা ব্যাংক মিরপুর শাখা, এক্সিম ব্যাংক মিরপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংক মিরপুর শাখা, অগ্রণী ব্যাংকের মিরপুর শাখা, মিরপুর-১, জনতা ব্যাংক রজনীগন্ধা (কচুক্ষেত কর্পোরেট শাখা), সোনালী ব্যাংক ইব্রাহীমপুর শাখা, ন্যাশনাল ব্যাংক উত্তরা শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক উত্তরা মডেল টাউন শাখা, ডাচ্‌-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শাখা দক্ষিণখান, রূপালী ব্যাংক উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা (গাজীপুর), ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর চৌরাস্তা শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল শাখা (নারায়ণগঞ্জ), এনআরবিসি ব্যাংক ভুলতা শাখা (নারায়ণগঞ্জ), ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা (নারায়ণগঞ্জ), প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা, প্রাইম ব্যাংক সাভার শাখা, ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা, সোনালী ব্যাংক মুন্সিগঞ্জ কর্পোরেট শাখা এবং ন্যাশনাল ব্যাংক শ্রীনগর শাখা (মুন্সিগঞ্জ)।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba