আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আত্মহত্যা করেছেন রাশিয়ার প্রথম হাইড্রোজেন বোমার নির্মাতা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৩ জুন ২০২৩
  • / পঠিত : ১১২ বার

আত্মহত্যা করেছেন রাশিয়ার প্রথম হাইড্রোজেন বোমার নির্মাতা

ডেস্ক: নিজের বাড়িতেই ৯২ বছর বয়সে আত্মহত্যা করেছেন রাশিয়ার অন্যতম পরামণু বিজ্ঞানী গ্রিগরি ক্লিনিশভ।

তিনিই দেশটির প্রথম টু-স্টেজ হাইড্রোজেন বোমার অন্যতম নির্মাতা। মস্কো টাইমস।

বুধবার জানানো হয়, শনিবার গ্রিগরি ক্লিনিশভের মরদেহটি খুঁজে পান তার ৬৭ বছর বয়সী মেয়ে। পাশে একটি সুইসাইড নোটও ছিল। 

স্ত্রীর মৃত্যু ও নিজের স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে লিখে গেছেন গ্রিগরি ক্লিনিশভ। 

সোভিয়েত এই পরমাণু বিজ্ঞানী ১৯৫৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো দুই স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা আরডিএস-৩৭ এর পরীক্ষা চালিয়েছিলেন। সূত্র: মস্কো টাইমস

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba