আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রেল সচিবের বেনাপোল স্টেশন পরিদর্শন

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৪ জুন ২০২৩
  • / পঠিত : ২৭৬ বার

রেল সচিবের বেনাপোল স্টেশন পরিদর্শন

শুক্রবার সকাল ১১টায় বেনাপোল রেলওয়েস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে অধিদফতরের সচিব ড. হুমায়ন কবির।
আগামী ২০২৪ সালের মধ্যে পদ্মাসেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে পরিদর্শনকালে তিনি বলেন।
তিনি আরও বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকান্ড সম্প্রসারণ করা হবে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে যাত্রী বিশ্রামগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্যে নজরদারি আরও বাড়ানো হবে।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন রেলওয়ের রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোর্শেদ আলম, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba