আজঃ রবিবার ২২-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৯ বছর ধরে পলাতক হিজবুত তাহরীরের শীর্ষ নেতা শাকির গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৫ জুন ২০২৩
  • / পঠিত : ৯৪ বার

৯ বছর ধরে পলাতক হিজবুত তাহরীরের শীর্ষ নেতা শাকির গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা মো. শাকির খানকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দীর্ঘ নয় বছর পলাতক থাকার পর শনিবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানীর কাফরুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, শাকির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন।

জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে শাকিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে। তিনি আদাবর থানার মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) রাজধানীর কাফরুল থানা এলাকা গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি বিশেষ দল।

গ্রেপ্তার শাকির সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

তিনি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে হিজবুত তাহরীর বাংলাদেশ শাখার আমির ও হিজবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র এবং সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে আসছিলেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba