আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঘূর্ণিঝড় মোখা: জরুরি সেবা নিশ্চিতে চট্টগ্রাম বন্দরে চারটি নিয়ন্ত্রণ কক্ষ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৩ মে ২০২৩
  • / পঠিত : ১৩০ বার

ঘূর্ণিঝড় মোখা: জরুরি সেবা নিশ্চিতে চট্টগ্রাম বন্দরে চারটি নিয়ন্ত্রণ কক্ষ

ডেস্ক: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ ভোররাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এদিকে, ঘূর্ণিঝড় ‘মোখা’র পরিস্থিতিতে জরুরি সেবা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম বন্দরে চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

মেরিন বিভাগ: ০২৩৩৩৩২৬৯১৬, মোবাইল নং: ০১৭৫৯০৫৪৭৭। নিরাপত্তা বিভাগ: মোবাইল নং: ০১৫৫০-০০১৩১১, ০১৭৩০-৩৮৭৮২৯। মোবাইল নং: ০১৫১৯-১১৪৬৪৬। (ফায়ার স্টেশন) ট্রাফিক বিভাগ: মোবাইল নং-০১৮৪০৮১৬৫৫৬।
সচিব বিভাগ : মোবাইল নং: ০১৫৫৪৩২৫৪৪৭।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba