আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যৌথভাবে জরিপ করাটাই জনস্বার্থে সবচেয়ে কার্যকর : ভূমিমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৬ জুন ২০২৩
  • / পঠিত : ৮৯ বার

যৌথভাবে জরিপ করাটাই জনস্বার্থে সবচেয়ে কার্যকর : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আধুনিক জরিপ কাজে দক্ষ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করেই বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) সারা দেশে রোল আউট করা হবে। সরকার মনে করে যৌথভাবে ক্যাডাস্ট্রাল জরিপ (ভূমি সম্পদ জরিপ) করাটাই জনস্বার্থে সবচেয়ে কার্যকর ও দক্ষ হবে। 

রোববার (২৫ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এক সভায় তিনি এ কথা বলেন। ভূমি সচিব মো. খলিলুর রহমান এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পটুয়াখালীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করার পূর্বে যেন ছোটোখাটো ভুলত্রুটির সমাধান বের করা যায় এবং সারাদেশে যতটা সম্ভব ত্রুটিহীন জরিপ কার্যক্রম শুরু করা যায়। 

ভূমিমন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং বিডিএস সংশ্লিষ্ট প্রকল্প এবং বেসরকারি খাত থেকে নিয়োগপ্রাপ্ত ভেন্ডারে কর্মরত সবাই দায়িত্ব পালনে নিজের সেরাটা দেবেন।
 
প্রসঙ্গত, ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সম্পাদিত বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) জরিপে যেমন সময় কম লাগবে, তেমনি দুর্নীতির সম্ভাবনাও কমবে। ডিজিটাল ম্যাপ প্রস্তুত করার পর খসড়া খতিয়ান প্রস্তুত ও প্রদানের কাজও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বিডিএস-এ প্রস্তুত করা মানচিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো স্মার্ট ম্যাপ, যেখান থেকে ম্যাপে ক্লিক করেই সংশ্লিষ্ট প্লটের মালিকানার তথ্য পাওয়া যাবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba