আজঃ রবিবার ২২-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে দুদক চেয়ারম্যান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৬ জুন ২০২৩
  • / পঠিত : ৭৯ বার

চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে দুদক চেয়ারম্যান

চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

রোববার (২৫ জুন) দুদকের প্রধান কার্যালয়ে দুদক বিটের সংগঠন রিপোর্টার্স এগেইনেস্ট করাপশনের (র‌্যাক) সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, কে নির্বাচন করবে, কে করবে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার ও তাদের দলের ব্যাপার। আমাদের বিষয়টি ভিন্ন, দুর্নীতিবাজ ও কালোটাকার মালিক যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সে যেই হোক। নির্বাচন এলেই তাদের বিরুদ্ধে বাড়তি কিছু করব, অন্য সময় করব না, বিষয়টি তেমন নয়। দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযোগ এলে স্বাভাবিক নিয়মে কাজ হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যাশা করি না, দুর্নীতিবাজরা নির্বাচনে আসুক। আমরা প্রত্যাশা করি চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে।

সরকার দলীয় এমপিদের দুর্নীতির অভিযোগ অব্যাহতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দুদক যার বিরুদ্ধে প্রমাণ পাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। এখানে কাজ তথ্য-প্রমাণের ভিত্তিতে।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধ শ্রেয়। দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার পরিবর্তে দুর্নীতি যাতে না হয়, সেই ব্যবস্থা করতে পারলে ভালো হয়। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে দুদক কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, গণমাধ্যমের নিউজের কারণে দুর্নীতিবাজরা আতঙ্কের মধ্যে থাকে। ‍দুর্নীতিবাজরা রিপোর্টারদেরই বেশি ভয় পায়। দুর্নীতিবাজদের তথ্য সাংবাদিকদের কাছে যাওয়ার কারণে সাংবাদিকরা রিপোর্ট করেন। এর ফলে আমাদেরও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হয়।

দুদক সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার জহুরুল হক ও র‌্যাক সভাপতি আহমদ ফয়েজসহ সংগঠনটির নেতারা। অনুষ্ঠানের র‌্যাকের নিজস্ব ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba