আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশির মহাপরিচালক , অধ্যাপক নেহাল আহমেদ

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৬ জুন ২০২৩
  • / পঠিত : ৮৯ বার

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশির মহাপরিচালক , অধ্যাপক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

রোববার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

মোট চারজনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বাকিরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত হোসাইন ও অফিস সহায়ক আকলিমা খাতুন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা, ক্রেস্ট ও সনদ পাবেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba