আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হবিগঞ্জে হামলা ভাঙচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৩ মে ২০২৩
  • / পঠিত : ২০০ বার

হবিগঞ্জে হামলা ভাঙচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক: হবিগঞ্জ পৌরসভার পশ্চিম মোহনপুর এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মন্নানকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদের সামন থেকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মর্তুজা। তিনি বলেন, গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আব্দুল মন্নানসহ ১৯ জনের বিরুদ্ধে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে থানার ওসি (তদন্ত) বদিউজ্জামানের নেতৃত্বে এসআই মুমিনুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে গোপায়া ইউনিয়ন পরিষদের সামন থেকে চেয়ারম্যান আব্দুল মন্নানকে গ্রেফতার করে। 

এর আগে গত ৭ মে পৌরসভার পশ্চিম মোহনপুর এলাকার সাহেব আলীর স্ত্রী রেবা বেগম বাদি হয়ে ৫নং ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান ও মেম্বার আহাদ মিয়াসহ ১৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ৩ মে চেয়ারম্যান আব্দুল মন্নানের ভাতিজা শাহীন মিয়া তার সহযোগি ইমরান, সাইফুল ইসলাম, তানভীরসহ কয়েকজন লোক নিয়ে মোহনপুর এলাকার সাহেব আলীর গাছের আম জোরপূর্বক পাড়তে থাকে। এ সময় তাদের নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পরে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর চেয়ারম্যান আব্দুল মন্নানের নির্দেশে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সাহেব আলীর ওপর হামলা চালায়। এতে সাহেব আলী ও তার ছেলে স্বপনসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বপন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ৯৯৯ ফোন করলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

মামলায় আরো উল্লেখ করা হয়, হামলাকারীরা সাহেব আলীর বাড়ি থেকে গবাদি পশু, স্বর্ণালংকার, নগদ টাকা, টমটমের ব্যাটারি লুটপাট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba