আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিমানবন্দরে লাগেজে রাখা ৭৩টি সাপসহ যাত্রী আটক

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৩ জুলাই ২০২৩
  • / পঠিত : ৯৫ বার

বিমানবন্দরে লাগেজে রাখা ৭৩টি সাপসহ যাত্রী আটক

সোনা চোরাচালানের চেষ্টাকালে— অবৈধ মালপত্র পাচারের চেষ্টাকালে বিমানবন্দরে যাত্রী আটকের ঘটনা শোনা যায় অহরহ। তবে এবার এক যাত্রীকে আটক করা হয়েছে সাপভর্তি লাগেজসহ!

গত মঙ্গলবার এমন অদ্ভুত ঘটনা ঘটে মিসরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে এক মিসরীয়কে ৭৩টি সাপসহ গ্রেপ্তার করেন কাস্টমস কর্মকর্তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ওই যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক কিছু শনাক্ত করেন কাস্টমসের কর্মকর্তারা। এরপর তাকে জিজ্ঞাসবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান, তার লাগেজের ভেতর সাপ রয়েছে। সেগুলো লিনেনের ব্যাগের ভেতর রেখেছিলেন তিনি। এছাড়া তার লাগেজে দু’টি কচ্ছপও পাওয়া যায়।

ওই যাত্রীর স্বীকারোক্তির পর প্রাণী ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা লাগেজ থেকে ৭৩টি সাপ উদ্ধার করেন। যেগুলো ১১টি আলাদা ব্যাগে রাখা ছিল। আর ওই ৭৩টি সাপের মধ্যে ৪৮টি আবার জীবিত ছিল। অপর একটি ব্যাগে দু’টি কচ্ছপ পাওয়া যায়।

এক কর্মকর্তা জানিয়েছে, এই বিষাক্ত সরীসৃপগুলো নিজের কাছে রাখা বা আমদানি করার কোনো বৈধ কাগজপত্র ওই ব্যক্তির কাছে ছিল না।  

পরবর্তীতে কচ্ছপ ও সাপগুলোকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া যায়।

বৈধ কাগজপত্র ছাড়া বন্যপ্রাণী পাচার ও বন্যপ্রাণী নীতি ভঙ্গ করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba