আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হঠাৎ পাকিস্তানে জ্যাক মা, নানান গুঞ্জন

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৪ জুলাই ২০২৩
  • / পঠিত : ১০২ বার

হঠাৎ পাকিস্তানে জ্যাক মা, নানান গুঞ্জন

চীন ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি জ্যাক মা হঠাৎ করে পাকিস্তানে গিয়েছিলেন। তার এ সফরের পর দেশটিতে নানান গুঞ্জন উঠেছে।

পাকিস্তানের বোর্ড অব ইনভেস্টমেন্টের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আজফার আহসান সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের কাছে জ্যাক মার সফরের বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানিয়েছেন, জ্যাক গত ২৯ জুন লাহোরে আসেন এবং ২৩ ঘণ্টা অবস্থান করেন।

তবে তিনি দাবি করেছেন, এটি চীনের ধনকুবেরের একেবারে ব্যক্তিগত সফর ছিল। জ্যাক মা তার এ সফরে পাক সরকারের কর্মকর্তা এবং মিডিয়ার সঙ্গে কোনো ধরনের বৈঠক বা কথাবার্তা বলেননি। তিনি লাহোরে একটি গোপন স্থানে ছিলেন। এরপর গত ৩০ জুন জেট এভিয়েশেনের একটি ব্যক্তিগত বিমানে করে পাকিস্তান ছাড়েন। এ বিমানটি ভিপি-সিএমএ-এর নামের রেজিস্ট্রেশন করা।

জ্যাকের সফরের পুরো বিষয়টি গোপন রাখা হলেও আজফার আহসান জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে এ সফরের ইতিবাচক কিছু ফলাফল পাওয়া যাবে।

জ্যাক মার সঙ্গে পাকিস্তানে আরও সাতজন ব্যবসায়ীও গিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচজন চীনের। আর দু’জনের একজন ডেনমার্কের; অপরজন যুক্তরাষ্ট্রের। তারা হংকংয়ের বিজনেজ এভিয়েশন সেক্টর থেকে নেপাল হয়ে ব্যক্তিগত বিমানে পাকিস্তানে আসেন। এর আগে স্বল্প সময়ের জন্য তিনি বাংলাদেশেও এসেছিলেন। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba