আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৭ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৭৫ বার

ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় অ্যাম্বুলেন্সটিকে দায়ী করছে হাইওয়ে থানা পুলিশ। পুলিশ বলছে ভেকু বহনকারী ট্রাক সঠিক লেনে থাকলেও উল্টো লেনে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় অ্যাম্বুলেন্সটি। এদিকে আহত ট্রাক ড্রাইভারের ভাষ্যেও উঠে এসেছে এমন তথ্য। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় ৪ জন। এসময় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।
 
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের সংখ্যা মোট চারজন ও আহত ৩ জন।

নিহতরা হলেন, খুলনার সামচুল হক রোডের বাসিন্দা সাবেক নৌ সদস্য সামচুল আলম ও রাজবাড়ীর কালুখালির বোয়ালপাড়া গ্রামের গুলজার খানের ছেলে অ্যাম্বুলেন্স ড্রাইভার মমিন (৪০), পটুয়াখালীর দুমকি উপজেলার জুয়েল (৩০) ও রাজবাড়ীর ফয়সাল (৩৫)।

আহতরা হলেন, মো. কামাল হোসেন (৪০), মোহাম্মাদ আলী শেখ (৬০) ও বায়েজিদ সিকদার (২৮)। সবাই ঢাকার কেরাণীগঞ্জের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালের স্টাফ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba