আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৮ জুলাই ২০২৩
  • / পঠিত : ৮০ বার

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু

ডেস্ক : রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে আগারগাঁও মেট্রো স্টেশনে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনী বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, আমি শেখ হাসিনা সরকারের একটা গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প এমআরটি লাইনের আরেকটা মাইলস্টোন অতিক্রম করতে যাচ্ছি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আজকে প্রথম ট্রায়াল রান হতে যাচ্ছে।

তিনি বলেন, দেশে মেট্রো রেলের এটাই আমাদের প্রথম কাজ। এরপরে আমরা আরো পাঁচটি লাইন আনছি। আপনারা জানেন পাতাল রেলের কাজ শুরু হয়েছে। মোট ছয়টি মেট্রো রেলের ঢাকায় যুক্ত হবে।

২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো রেলের কাজ সম্পন্ন করতে পারব। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba