আজঃ রবিবার ২২-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সাত দিনে ৫০৫ ছিনতাইকারী গ্রেপ্তার : ডিএমপি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১০ জুলাই ২০২৩
  • / পঠিত : ৮৩ বার

সাত দিনে ৫০৫ ছিনতাইকারী গ্রেপ্তার : ডিএমপি

গত সাত দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ২০৮টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৪৬ জনকে, লালবাগ বিভাগ ৭৩ জনকে , মতিঝিল বিভাগ ৪৪ জনকে, ওয়ারী বিভাগ ২৭ জনকে, তেজগাঁও বিভাগ ১৮৭ জনকে, মিরপুর বিভাগ ৬৬ জনকে, গুলশান বিভাগ ১১ জনকে ও উত্তরা ৫১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ২০৮টি মামলার মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় হয়েছে ২৩টি, লালবাগ বিভাগে ৩৫টি, মতিঝিল বিভাগে ১৫টি, ওয়ারী বিভাগে ১৩টি, তেজগাঁও বিভাগে ৭৩টি, মিরপুর বিভাগে ৩২টি, গুলশান ৭টি ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১০টি মামলা দায়ের করা হয়েছে।

ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba