আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

জহির হত্যার ঘটনায় স্ত্রীর প্রেমিকে দুইদিনের রিমান্ড

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১০ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৪৫ বার

জহির হত্যার ঘটনায় স্ত্রীর প্রেমিকে দুইদিনের রিমান্ড

জহির হাসান গাজী হত্যার ঘটনায় স্ত্রীর প্রেমিক রবিউল ইসলামের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। রবিউল ইসলাম শংকরপুর ইসহাক সড়কের আবুল সরদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, জহির হাসান গাজীর স্ত্রী শেফালির সাথে রবিউল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। এই নিয়ে রবিউলের সাথে সেফালির গন্ডোগোল হতো। জহির হাসান কাউকে কিছু বলতো না। রবিউলের পরিকল্পনা অনুযায়ী ঘরের ওয়ারড্রব থেকে তার ভাইয়ের একটি মোবাইল ফোনের ব্যাটারি এবং পুরনো আরো একটি ব্যাটারি ১০/১৫দিন আগে পানিতে ভিজিয়ে অ্যাসিড তৈরী করে তা সংগ্রহ করে সেফালি। গত ৯ মে দুপুরে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে পান করতে দেয় সেফলি।

ওই পানি পান করে জহির হোসেন ঘুমিয়ে পড়ে। এরপর তার দুই ছেলে মেয়ে প্রাইভেট পড়তে বাড়ির বাইরে গেলে কৌশলে শেফালি তার জহির হাসানের হাতের শিরার মধ্যে ওই অ্যাসিড মিশ্রিত পানি পুশ করে। এবং ঘুমের মধ্যেই জাহির হোসেন মারা যায়। এ ঘটনায় নিহত জহির সাহানের ভাই গাজী শাহ নেওয়াজ বাদী হয়ে দুইজনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সেফালি ও তার প্রেমিক রবিউলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। সেফালি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। বর্তমান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম গত ১৮ জুন আটক রবিউল ইসলাম ও সেফালির ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামি রবিউল ইসলামের দুইদিনের রিমান্ড মঞ্জুর ও অপর আসামি শেফালির রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba