আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১০ জুলাই ২০২৩
  • / পঠিত : ৭৯ বার

বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া

ডেস্ক : পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগ এনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করেছে সিরিয়া সরকার। 

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় বলেছে, বিবিসি কর্তৃপক্ষ ‘পেশাদারি মান’ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তবে সংবাদ সংস্থাটি জানিয়েছে তারা পক্ষপাতহীন ও স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখবে। 

বিবিসি নিউজের আরবি ভাষার সংস্করণ গত মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ক্যাপটাগন নামের একটি মাদকের বাণিজ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার ও সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ সদস্যরা জড়িত। ক্যাপটাগন হলো অ্যামফেটামিন ধরনের একটি মাদক।

এর আগে সিরিয়ার সরকার মাদক–বাণিজ্যে তাদের সম্পৃক্ততার তথ্য অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও মাদক উৎপাদন ও রপ্তানির জন্য সিরীয় সরকারকে দায়ী করে থাকে। তাদের দাবি, এ ক্ষেত্রে বাশার আল–আসাদ এবং তার স্বজনদের দায় বেশি। তবে সিরিয়ার সরকারের বিবৃতিতে বিবিসির ক্যাপটাগন সংক্রান্ত প্রতিবেদনের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। 

বিবৃতিতে বলা হয়, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি মাঝে মধ্যেই উদ্দেশ্যমূলক ও মিথ্যা খবর প্রকাশ করেছে। বিবিসিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারপরও তারা সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ার শত্রুদের বক্তব্যের ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba