আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দিল্লিতে মন্ত্রীর বাড়ির সামনের রাস্তা ডুবে গেল বৃষ্টিতে

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১০ জুলাই ২০২৩
  • / পঠিত : ৯৫ বার

দিল্লিতে মন্ত্রীর বাড়ির সামনের রাস্তা ডুবে গেল বৃষ্টিতে

ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে। এর ফলে দেশটিতে চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। এছাড়া দিল্লির বিভিন্ন অলিগলিসহ রাস্তায় পানি জমেছে। এমনকি পানি জমেছে শিক্ষামন্ত্রী আতিশীর বাড়ির সামনের রাস্তাতেও!

রোববার (৯ জুলাই) দিল্লিতে পানিবন্দি এলাকা পরিদর্শন করেন আতিশী। এসময় রাস্তায় হাঁটতেও দেখা গেছে তাকে। এদিকে, বৃষ্টির কারণে দিল্লিতে পানি জমা নিয়ে আম আদমি পার্টির (আপ) সরকারকে কটাক্ষ করেছে বিজেপি।

দিল্লিতে গত কয়দিনে বৃষ্টিপাত হয়েছে ১৫৩ মি.মি। যা ১৯৮২ সালের পর একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। একই বছরের ২৫ জুলাই একদিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ১৬৯.৯ মি.মি। ১৯৫৮ সালে ২১ জুলাই একদিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ২৬৬.২ মি.মি। আগামী দুই-তিনদিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এ পরিস্থিতিতে সব স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রাস্তাসহ বিভিন্ন জায়গায় পানি জমার সমস্যা নিয়ে কেজরি সরকারকে আক্রমণ করেছেন দিল্লিতে বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব। এক টুইটে তিনি বলেন, ‘কেজরিওয়াল সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত যে, সম্প্রতি সংস্কার করা মথুরা রোডে পূর্তমন্ত্রী আতিশীর বাংলোতেও পানি জমেছে।’

দিল্লিতে বিভিন্ন এলাকা পানিবন্দি। দুর্যোগের জেরে রোববার সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে কেজরিওয়ালের সরকার। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখার জন্য মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লির মেয়র শেলি ওবেরয়কেও একই নির্দেশ দেওয়া হয়েছে।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba