আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ফেনীর নাজমুল

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৩ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৯৯ বার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ফেনীর নাজমুল

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় নাজমুল হোসেন মোমিন (৫২) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমির উদ্দিন সর্দার বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) আফ্রিকার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে কেপটাউনে এ ঘটনা ঘটে। নিহতের মেঝ ভাই আব্দুল মালেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বড় ভাই নাজমুল হোসেন মোমিন পরিবারকে প্রতিষ্ঠিত করতে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। সেখানে তাদের আরও বেশ কয়েকজন আত্মীয়-স্বজন রয়েছেন। আফ্রিকায় যাওয়ার পর কিছুদিন চাকরি করলেও পরে মোমিন নিজেই ব্যবসায় শুরু করেন। তিনি নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন। টাকা পয়সা পাঠাতেন। ইতোমধ্যে একবার দেশে এসে আবার সেখানে যান মোমিন।

আবদুল মালেক আরও বলেন, ওই দেশে অবস্থানরত অন্যান্য স্বজনদের মাধ্যমে জানতে পারি, গত কয়েকদিন আগে স্থানীয় সন্ত্রাসীরা আমরা ভাইয়ের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। কিন্তু নাজমুল দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে নিজ দোকানের সামনেই গুলি করে হত্যা করে। আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোমিনের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতব। নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba