আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নেত্রকোণায় একদিনে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৩ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৭৪ বার

নেত্রকোণায় একদিনে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

ডেস্ক: নেত্রকোণায় দুই দিনে নদী ও পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) ও মঙ্গলবার (১১ জুলাই) জেলার কলমাকান্দা এবং মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।

বুধবার বিকেলে কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী রাইসা মনি নামে এক শিশু মারা যায়। সে মৌতলা গ্রামের আব্দুর রহিমের মেয়ে। ওই দিন দুপুরে একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে আহমদ আলী নামে ১৪ মাস বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। সে কয়রা গ্রামের সাদির মিয়ার ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

অপরদিকে গত শনিবার জেলার মদন উপজেলার মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামের শফিকুল ইসলামে দুই শিশুসন্তান পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের নদীর পানিতে পড়ে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়। মৃত দুই ভাই-বোন হলো, হাসাইন মিয়া (৪) ও তাসলিমা আক্তার (২)।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু দুটি মৃত্যুর বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba