আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

২৫ ফেব্রুয়ারি জাতীয় স্থানীয় সরকার দিবস

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৪ জুলাই ২০২৩
  • / পঠিত : ৬৪ বার

২৫ ফেব্রুয়ারি জাতীয় স্থানীয় সরকার দিবস

ডেস্ক : প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালন করবে সরকার। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে এ দিবস পালন করা হবে।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের জন্য গত ৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ওই বৈঠকে দিবস পালনের তারিখ নির্ধারিত হয়নি। গতকাল দিবসটির তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ওই তারিখে জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে পালন/উদ্যাপনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ৪ ডিসেম্বর ২০২২ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই দিবস যথাযথ পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba