আজঃ রবিবার ১০-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সিআইএ বসের সাথে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ: আলোচনা কোন বিষয়ে?

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৪ জুলাই ২০২৩
  • / পঠিত : ৯২ বার

সিআইএ বসের সাথে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ: আলোচনা কোন বিষয়ে?

ডেস্ক: ‘ইউক্রেনের সাথে কী করা যায়’ সে প্রসঙ্গে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নের সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গে নারিশকিন। গত মাসে (জুন) তারা এই ফোনালাপ করেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল গত ৩০ জুন জানিয়েছিল, রুশ গোয়েন্দা প্রধানের ফোন পেয়েছেন সিআইএ বস। এই আলাপে ওয়াগনার বিদ্রোহে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টা নেই বলেও নারিশকিনকে নিশ্চয়তা দিয়েছিলেন বার্ন। 

রুশ গোয়েন্দা প্রধানও ২৪ জুনের ওয়াগনার বিদ্রোহ নিয়ে সিআইএ প্রধানের সাথে আলাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, প্রায় ঘণ্টাব্যাপী আলাপে ইউক্রেনের সাথে কী করা যায় অধিকাংশ সময়ই তারা সে নিয়ে কথা বলেছেন।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। কয়েক দফা আলোচনায় বসলেও এখনো যুদ্ধ বন্ধে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি দুই দেশ।

যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা ইউক্রেনকে ছাড়া ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে কোনো আলোচনা করবে না। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba