আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রুমা-থানচি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৫ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৮২ বার

রুমা-থানচি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক : বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে আর কোন বাধা নেই। তবে এ দুটি উপজেলার দুর্গম এলাকায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের পূর্বে স্থানীয় উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা মেনে চলতে হবে। জেলার অন্য ৬টি উপজেলা পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু জননিরাপত্তা এখনো ঝুঁকিতে থাকায় রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

গত বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। ২০২২ সালের ৮ নভেম্বর আলীকদমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba