আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

গরমে নাকাল ইউরোপ, ইতালির ১৫ শহরে রেড অ্যালার্ট

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৬ জুলাই ২০২৩
  • / পঠিত : ১০৬ বার

গরমে নাকাল ইউরোপ, ইতালির ১৫ শহরে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট আগামী দিনের জন্য রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন হটস্পটগুলোতেও প্রযোজ্য।

ইতালীয় সরকার শনিবারের রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় স্থানীয় সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি সূর্যালোক এড়াতে এবং বয়স্ক বা দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার উত্তর ইতালিতে তীব্র গরমে চল্লিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ইতালীয় রাজনীতিবিদ নিকোলা ফ্রেটোয়ান্নি টুইট করেছেন, আমরা একটি অসহনীয় তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছি। সম্ভবত এটি এমন উষ্ণতম সময়, গরমে মৃত্যু ও অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা নেওয়া দরকার।

রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ ব্যক্তিসহ দেশটির বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ইতালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি নরকের তিন মাথার দানবের নামানুসারে এই তাপপ্রবাহের নাম দিয়েছে ‘সেরবেরাস হিটওয়েভ’।

এটি আগামী কয়েক দিনের মধ্যে চরম পরিস্থিতি নিয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী সপ্তাহে ইউরোপে আরেকটি তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা দিতে পারে। ২০২১ সালের আগস্টে সিসিলিতে ইউরোপের মধ্যে এখন পর্যন্ত উষ্ণতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহেও আবহাওয়া এমন থাকতে পারে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba