আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রাশিয়ার তৈরি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, যান চলাচল বন্ধ

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩
  • / পঠিত : ৩৪৯ বার

রাশিয়ার তৈরি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, যান চলাচল বন্ধ

ডেস্ক: ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত সেতুতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 

রাশিয়ার তৈরি এই সেতুটি ক্রিমিয়াকে সড়কপথে যুক্ত করেছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। ইউক্রেন অঞ্চলটিকে রাশিয়ার দখল থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে।

আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ হয়েছে। আর মস্কোর নিয়োগ করা ক্রিমিয়ার কর্মকর্তারা সেতুতে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিনভ বলেন, সেতুর ১৪৫ নম্বর পিলারের কাছে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। টেলিগ্রামে তিনি বলেন, সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রাসঙ্গিক সকল পরিষেবা বিষয়টি সমাধানে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানাননি তিনি। 

গত বছরের অক্টোবরে ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটিতে বিস্ফোরণ হয়। ক্রেমলিন দাবি করেছিল, ইউক্রেনীয় বাহিনী ওই হামলা চালিয়েছে। কয়েক মাস ইউক্রেন পরোক্ষভাবে হামলার দায় স্বীকার করে। তবে সর্বশেষ এই হামলা নিয়ে ইউক্রেন কিছু বলেনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba