আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

জুলাই থেকে ন্যূনতম ১০০০ টাকা বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৯ জুলাই ২০২৩
  • / পঠিত : ৭৪ বার

জুলাই থেকে ন্যূনতম ১০০০ টাকা বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা

ডেস্ক : সরকারি কর্মচারীরা চলতি বছরের ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন। বর্তমানে চাকরিরতরা ন্যূনতম ১ হাজার টাকা এবং অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ১৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের এ বছরের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে 'বিশেষ সুবিধা' প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে নূন্যতম ৫০০ টাকা হারে প্রদান করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba