আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিদ্যুৎ নিয়ে সমালোচনা : এবার বরখাস্ত অতিরিক্ত সচিব হামিদুল হক

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২১ জুলাই ২০২৩
  • / পঠিত : ১২৭ বার

বিদ্যুৎ নিয়ে সমালোচনা : এবার বরখাস্ত অতিরিক্ত সচিব হামিদুল হক

বিদ্যুৎ খাত নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন তৈরি করে প্রকাশের জেরে এবার সাময়িক বরখাস্ত হলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক অতিরিক্ত সচিব এস এম হামিদুল হক। 

বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে, একই কারণে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব হামিদুল হকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।


একই অভিযোগে বুধবার (১৯ জুলাই) সাময়িক বরখাস্ত হন ওএসডি থাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ মাহিদুর রহমান। 


পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তৈরি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ একটি ‘লুটেরা মডেল’। এই ক্যাপাসিটি চার্জ হিসেবে গত ১৪ বছরে ৯০ হাজার কোটি টাকার সমপরিমাণ ডলার জলে গেছে। ক্যাপাসিটি চার্জের বর্তমান মডেল কোনোভাবেই টেকসই নয়।

ওই প্রতিবেদন আইএমইডির ওয়েবসাইটে প্রকাশের পর এ নিয়ে খবর প্রকাশিত হয়। পরে এ বিষয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে প্রতিবেদনটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।

আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-১ এর প্রধান, অতিরিক্ত সচিব হামিদুল হক এবং উপসচিব মাহিদুর রহমান এই প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ওই প্রতিবেদন ধরে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনা হলে এ দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba