আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রাস্তায় পড়েছিল সদ্যজাত শিশু, উদ্ধার করল পথকুকুর

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২১ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৮২ বার

রাস্তায় পড়েছিল সদ্যজাত শিশু, উদ্ধার করল পথকুকুর

রাস্তায় আবর্জনার থলের ভেতর বেওয়ারিশ অবস্থায় পড়েছিল একটি সদ্যজাত মেয়েশিশু; ওই অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে এসেছে একটি পথকুকুর।

লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে ঘটেছে এই ঘটনা। মার্কিন বার্তাসংস্থা নিউইয়র্ক পাস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার শহরের পৌরসভা ভবনের সামনে ময়লার ব্যাগের ভেতর পড়েছিল শিশুটি। একটি পথকুকুর সেটি দেখে এগিয়ে যায় এবং ব্যাগটি মুখে করে সামনে হাঁটতে থাকে।

এই অবস্থায় একজন পথচারী চোখে দৃশ্যটি ধরা পড়ে। ব্যাগের ভেতর থেকে আসা শিশুটির কান্নার শোনার পর তিনি এগিয়ে যান এবং কুকুরটি মুখ থেকে ব্যাগ নিয়ে ভেতরে মেয়েশিশুটিকে দেখতে পান। তার সারা শরীরে আঘাতের কালশিটে দাগ ছিল।

ওই পথচারী প্রথমে শিশুটিকে ইসলামিক চ্যারিটি হাসপাতালে নিয়ে গেছিলেন; তারপর পুলিশ তাকে ত্রিপোলি সরকারি হাসপাতালে স্থানান্তর করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে শিশুটি।

চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার করার মাত্র কয়েক ঘণ্টা আগে জন্মেছিল শিশুটি। তবে তার জন্মদাত্রীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

লেবাননের সাংবাদিক ঘাসান রিফি বৃহস্পতিবার এক টুইটবার্তায় বলেন, ‘আমরা এখনও জানি না, কেন সেই জন্মদাত্রী নারী তার সন্তানকে এই অবস্থায় সড়কে ফেলে গেলেন। হয়তো তিনি ভেবেছিলেন, রাস্তার কুকুরগুলো শিশুটিকে শেষ করে দেবে এবং তার আর কোনো চিহ্ন কোথাও থাকবে না।’

‘কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ত্রিপোলির রাস্তার কুকুরও ওই নারীর চেয়ে অনেক বেশি মানবিক।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba