আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সাড়ে ১১ হাজারেরও বেশি স্কুলশিক্ষক নেবে সৌদি

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২২ জুলাই ২০২৩
  • / পঠিত : ৮৩ বার

সাড়ে ১১ হাজারেরও বেশি স্কুলশিক্ষক নেবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক  :  বিভিন্ন স্কুলে খালি থাকা ১১ হাজার ৫৫১ টি পদে শিগগিরই নতুন শিক্ষক নেবে সৌদি আরব। শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। 

মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানিয়েছে, সৌদির বিভিন্ন স্কুলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে ‍শিক্ষতা করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আগমী ২৫ জুলাই সকাল ৯টা থেকে ৩০ জুলাই বেলা ১১ টা পর্যন্ত যে কোনো সময় সরকারের কর্মসংস্থানবিষয়ক অনলাইন প্ল্যাটফরম জাদারার মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে বলা হয়েছে, চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

‘আমরা চাই, দেশের শিশু ও তরুণ প্রজন্ম বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো যোগ্যতা অর্জন করুক। এই ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে,’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইন্টারভিউ ও অন্যান্য আনুষ্ঠানিকাত উৎরে যেসব প্রার্থী চুড়ান্তভাবে চাকরির জন্য মনোনীত হবেন— তাদের কত বেতন দেওয়া হবে— সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি গালফ নিউজ, তবে সৌদি আরবে যেসব পেশায় বেতনের পরিমাণ অনেক উচ্চ— সেসবের মধ্যে একটি হলো স্কুল শিক্ষকতা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba