আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নিলামে তোলা হলো আইনস্টাইনের লেখা চিঠি

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৩ জুলাই ২০২৩
  • / পঠিত : ৭৪ বার

নিলামে তোলা হলো আইনস্টাইনের লেখা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষিকা  মার্থা মাঙ্ক চিঠি লিখেছিলেন বিজ্ঞানী  অ্যালবার্ট আইনস্টাইনকে। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করেন কি না? 

এই চিঠির জবাবও দিয়েছিলেন আইনস্টাইন। আইনস্টাইনের লেখা সেই চিঠি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‌্যাব কালেকশন’। ১ লক্ষ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে।

এত দিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠিটি। মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন: ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলিকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।’ 

তিনি আরও লিখেছিলেন, ‘যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকি হিসেবে ব্যাখ্যা করেন, তা হলে কিন্তু আর পরিষ্কার নয়, ঈশ্বরকে কোনও মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কি না।’ 

আইনস্টাইন লিখেছিলেন, ...সে ক্ষেত্রে এটা বোঝা কঠিন, বিশ্বাসের আঁকড় কতটুকু পড়ে থাকে। আমি মনে করি, যে ব্যক্তি মোটামুটি বিজ্ঞানমনস্ক, তাঁর কাছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনের ধর্মের ব্যাখ্যা যুক্তিগ্রাহ্য নয়। কারণ তিনি সবেতেই বিজ্ঞানের যুক্তি খোঁজেন।   

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba