আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাগেরহাটে চালা সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৩ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৪৫ বার

বাগেরহাটে চালা সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘরের টিনের চালা সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বড়গুনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড়গুনী গ্রামের আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, বড়গুনী গ্রামে শনিবার সকাল ১০টার দিকে গৃহকর্তা আসাদ শেখ কাঠমিস্ত্রি নাসিম মোল্লাকে সঙ্গে নিয়ে তার রান্নাঘরের টিনের চালা সংস্কার করছিলেন। এ সময় টিনের চালার উপরে থাকা একটি বৈদ্যুতিক বাল্ব খুলতে গেলে কাঠমিস্ত্রি নাসিম মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তাকে বাঁচাতে গিয়ে গৃহকর্তা আসাদ শেখও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব জানান, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত দুইজনকে উপজেলা হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্তাসহ দুইজন নিহতের খবর পেয়ে মোল্লাহাট উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba