আজঃ বুধবার ২৭-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঘাড়ের সমস্যায় তলপেটে অস্ত্রোপচার : ঘটনা তদন্তে কমিটি গঠন

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৬ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৭১ বার

ঘাড়ের সমস্যায় তলপেটে অস্ত্রোপচার : ঘটনা তদন্তে কমিটি গঠন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ঘাড়ের সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুর তলপেটে অস্ত্রোপচার করার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুল হককে। এছাড়া কমিটির অপর দুই সদস্য হলেন– ডা. নাজমুল হাসান ও ডা. সৌরভ সুতার বলে জানান হাসপাতালের পরিচালক।

উল্লেখ্য, ঘাড় বাকা হওয়ার সমস্যা নিয়ে বরিশাল নগরের নথুল্লাহবাদের লুৎফর রহমান সড়কের বাসিন্দা মো. শাহজালালের ছয় বছর বয়সী শিশু রায়হানকে গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। ২২ জুলাই ঘাড়ের অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর পোস্ট অপারেটিভ কক্ষে নেওয়া হলে শিশুর মা-বাবা দেখতে পান তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba