আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারে বিএসসিএল-কোস্ট গার্ড চুক্তি

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৮ জুলাই ২০২৩
  • / পঠিত : ৫৮ বার

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারে বিএসসিএল-কোস্ট গার্ড চুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। কোস্ট গার্ডের টহল জাহাজে স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে সমুদ্রসীমার ২০০ নটিক্যাল মাইলেও টেলিযোগাযোগ অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগে এ নেটওয়ার্ক ব্যবহার করে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর মো. মঈনুল হাসান, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল হক, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের উপ-পরিচালক কমান্ডার এ কে এম মিজানুর রহমানসহ আইটি ও যোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসসিএলর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ, বিএসসিএলর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবিরসহ বিএসসিএলর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba